শারদ সংকলন-১৪২৭ দ্বিতীয় পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এসেছে শরৎ ফুটেছে টগর
শিউলি ঝরানো প্রাতে,
শিশিরে ভিজেছে কচি দূর্বাঘাস
জেগেছে ভোরের রাতে। পূবের আকাশে সোনা রবি হাসে
সোনালী কিরণ দেয়,
সূর্যোদয় আগে ঝরিছে শিউলি
বল কেবা খোঁজ নেয়? ফুটেছে বকুল আর কেয়াফুল
বেড়ার

