এক রাতের সবটুকু সৌন্দর্য নিয়ে,
গোলাপের কাছে জ্যোৎস্না ফিঁকে হয়ে গেছে
এক পৃথিবী ম্লান হয়েছে ,
মেঘ বৃষ্টিতে ধুয়ে গেছে:
বৃষ্টি আর শীত অনুতপ্ত কতখানি
শেষ রাতে গোলাপ ফুটেছে
খুব ভোরে সকালের মৃত্যু হয়েছে
আমি গোলাপ ফোঁটার শব্দের অনুবাদ করছিলাম; বৃষ্টিস্নাত শহরে আর

