সে একটা মেয়ে, সুপ্ত আগ্নেয়গিরি
কল্পনাতীত উপ্তাপ ভিতরে, তবু সে ভীষণ একা
তার একটা জগত আছে, কল্পনার বসতবাড়ি
অনেকটা বিপর্যস্ত, তবু জানে কাটাবে বিহ্বলতা
মেয়ে এখানে রেখেছো পা,
ভেবেছো বিছানো লাল গালিচা
তোমার জন্য অগ্নিশিখা
পাবে না পাবে না কোন দিশা
তোমার চলার পথে আগুন
শূন্য আমি ধন্য আমি
নেই যে বাড়ি ঘর,
পরের বাড়ি আমার বাড়ি
নিজের দেহখানাও পর!
পর পর সকলই পর
আপন বলতে নেই,
কর্মই আমার বড় আপন
কর্মতেই ধন্য হই।
কর্মতে হয় বেলা শেষ
ধর্মতে রাখি ভক্তি,
নিশ্বাসে নেই বিশ্বাস আমার
সততায় খুঁজি মুক্তি!
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৭৮ বার দেখা
| ৩২ শব্দ ১টি ছবি