একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি
উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায়
তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে।
একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি
তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল
ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে।
একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি
তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো
প্রকৃতির কোলাহলে।
একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি
তুমি আসমান ছুঁয়ে চলে গেছো
অন্তহীন আঁধারে।
একমুঠো জোছনায় তোমাকে খুঁজেছি
তুমি