খুঁজি ঘরে-বাইরে, গ্রাম থেকে শহরে,
মহল্লার অলি-গলিতে, হাট-ঘাট-বাজারে,
মাটির মূর্তিতে, মন্দিরে, কোথাও পাইনা তারে! কেউ বলে আছে, এখানে-সেখানে-ওখানে,
পাহাড়ে, পর্বতে, হিমালয়ে! পাই না কোনোখানে!
তবুও খুঁজি মথুরায়, গয়া-কাশি, বৃন্দাবনে।
কোথায় পাই তারে? দেখি- সে দেহের মধ্যখানে।

