অট্টালিকা থেমে আছে, যতিচিহ্নের মতো;
শীত ফেটে নেমে এল অন্য রকম অন্ধকার
ধোঁয়া পালানো ভাপ পিঠায়-জলের অন্তরে
সিম্ফনির একটা ভাগ পেরিয়ে যায় পরস্পর-
ইউক্যালিপটাস গাছগুলোর ফাঁকে
কাদিরকোল চাঁদ, পৌষের নবারুণ কুয়াশা
নগরীর নগরে, যে সুন্দর-ক্ষয় হয়ে গলে যাচ্ছে
একটা একটা করে সব যাত্রা, অদূর হয়ে দেখছি
তারপর জ্বর
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৭২ বার দেখা
| ৫৮ শব্দ ১টি ছবি