যতই জুলুম দিয়ে ইতিহাস মুছার চেষ্টা করো
ইতিহাস থাকবে আমাদের অন্তরে অন্তঃস্থলে
যতই অন্ধকার দিয়ে আলো ঢাকার চেষ্টা করো
সত্যের প্রদীপ জ্বলবে, অন্ধকার দূর হবে
মিথ্যার মেঘ সরিয়ে উদিত হবে সত্যের সূর্য
ইনসাফ একদিন হবে।
যতই অবিচার দিয়ে ছিনিয়ে নাও ইনসাফ
একদিন সব অবিচার কাচের মতো চুরমার হবে
যতই অবহেলার হাসি নিয়ে