আজ হাঁটু গেড়ে সিজদায়-গেলাম, প্রভু-
আমার ডাক শোনো-এই মোহরের নিশীথসলিলে
আমি তোমার পরিত্যক্ত দলছুট কামনেওয়ালা
আমার হার্টের করিডোরে তারে চাই
আমার রক্তের ধমনীতে তার তৃতীয় সংসার চাই
এই লেখা হয়তো আমার শেষ লেখা-
এই চাওয়া হয়তো আমার শেষ চাওয়া,
তার আঙ্গুলে আমার আঙ্গুল বেধে দাও; দোযখ বেহেস্ত-সওয়াব!