পরাকরণ তুচ্ছ করে
বুকের মাঝে মুক্তো ধরবো। ইচ্ছে ছিল পদ্মপাতার সবুজ হবো
জলের ফোঁটার আলিঙ্গনে
স্বচ্ছতার এক মাত্রা গড়বো। ইচ্ছে ছিল জলটুপটুপ বৃষ্টি হবো
চোখের কোণের কালি ধুয়ে
ক্ষিতিটাকে সুখে ভরবো। ইচ্ছে ছিল বৃষ্টিস্নাত সন্ধ্যা হবো
মনের গোপন আহ্লাদে
স্বপ্নঘুড়ি হয়ে উড়বো। ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই
বুকের

