কান্নার চাপে হারিয়ে গেছে সহমর্মিতা
কাঁদছে কবিদের লেখা কবিতা
কাঁদছে বিশ্বের মানবিকতা
পর্যটনে নীরব নিস্তব্ধতা
কান্নার প্রতিযোগিতা। কান্নার প্রতিযোগিতায়,
কাঁদে স্বজন হারানোর বেদনায়
কেউ কাঁদে ভুগে ঘাতক করোনায়
কেউ কাঁদে দ্বারে-দ্বারে ক্ষুধার জ্বালায়
কাউ কাঁদে রাস্তায় সন্তানের অবহেলায়
কেউ কেউ নীরবে কাঁদে ধুঁকে ধুঁকে লজ্জায়। কাঁদছে

