জুলাই ৮, ২০২০ বিভাগের সব লেখা

রূপোর নাকফুল
রূপোর নাকফুল
ঝিলিক মারা রূপোর নাক ফুলের তলে
পিদিম জ্বালা সোনার শিখা দোলে
দুষ্টমতি বাতাস ঘোমটার ওড়না ফেলে-
ছুঁইয়ে দেয় লাজুক চিবুক, বগলে
বর্ষার ধারা- গ্রীবার ঢালে জোনাক জ্বলে;
এই তো লগন- মহেন্দ্র ক্ষণ
এসো প্রেম করি নিবেদন
পাঁজরে পাঁজর রেখে পাঠ হোক অজর কবিতা
পুড়ুক কস্তূরী আম্বর, বাড়ুক রাতের পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২০০ বার দেখা | ৮৪ শব্দ ১টি ছবি
ছিন্নপত্র
দূর বহুদূর আরো আরো সুদূরের পথ পেরিয়ে এইখানে নিরজনে
ডাহুকের জল ছপছপ শাপলার রঙে মাতাল সময়ে থেমে গেছে আমাদের প্রেম। ছিন্নমূল গানের কলি পথশিশু যেন খুঁজে পেলো আকাশের নীচে ঝোড়োবৃষ্টি থমকে যাওয়া এক সুখনিদ্রার মিউজিক নোটেশন। এখানে তুমি ছাড়া সময় বয়ে চলে
তুমিময় আলোর গতিতে আমাদের
চেনা গ্যালাক্সি পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৩০৪ বার দেখা | ৮০ শব্দ
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী গাঁয়ের পথে সকাল হতে
রোজ চলে গোরুগাড়ি,
রাঙা মাটির পথ গিয়েছে
নদী মাঠ ঘাট ছাড়ি। সবুজ ছায়ে আমার গাঁয়ে
আছে ছোট কুঁড়েঘর,
গাঁয়ের পাশে ঐ দেখা যায়
অজয় নদীর চর। কাজল দিঘি দুই পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯৩৭ বার দেখা | ৭৬ শব্দ ১টি ছবি