অনন্ত দহন যন্ত্রনায় নীলাভ,
ভূধরে বসন্ত নয়, এখন চৈত্রের খরা
ভালোবাসা নেই আর
বুকের পাঁজরে নিদ্রাহীন মৃত্যু স্বয়ং!
–
দেহঘড়ির চলে প্রহর গণনা
সর্বাঙ্গে পতঙ্গের আস্তানা,
আট কুঠরিতে কিলবিল করে শঙ্কচূড়
চর্ম, গ্রন্থি, অস্থির চলে নিত্য ভাঙ্গচুর।
–
জন্ম – মৃত্যুর মধ্যে জীবন
ন্যায়দণ্ড হস্তে নিয়তি
শুক্লপক্ষ গত, কৃষ্ণপক্ষের তিথি
গৃহ নয়, সমাধির

