তোমার একটু অবহেলা আমাকে যতটা কষ্ট দেয়,
ঠিক ততটা কষ্ট সাত কোটিবার যন্ত্রণাময় মৃত্যুতেও নেই।
তোমার একটু মন খারাপ আমাকে যতটা বিষণ্ণ করে তোলে,
ঠিক ততটা বিষণ্ণতা মেঘজমা আকাশেও জমে না কখনো।
তোমার একটু নীরবতা আমাকে যতটা নিথর করে দেয়,
ঠিক ততটা নিথর পৃথিবীর সমস্ত