অদৃশ্য ঘণ্টাধ্বনি
কোথায় ও
কোন ঘণ্টা বাঁধা নেই?
তবুও ঘণ্টার আওয়াজ ভেসে আসে
যেন মেঘের চাতাল হতে!
ঢ়েরা পেটার মতো
সারা পৃথিবী জুড়ে বিমর্ষ এক ঘণ্টাধ্বনি
বেজে চলেছে তো চলছে
যেন এক রাজার আদেশ? এখনি তাঁর দরবারে
হাজির হতে হবে;
না হলে শাস্তি অশেষ বিড়ম্বনার!
নাকে খত দেবার মতো
আর ও পথে হেঁটো না; ও যে
মেয়েটিকে নিয়ে এখন কী করা যায়?
মধ্যরাত শেষের অস্থিরতায় এই প্রশ্ন বড় জোরালো হয়ে ওঠে। গোর-এ-শহিদ ময়দানের বিস্তৃত ফুটবল গ্রাউন্ড। পশ্চিম প্রান্ত ঘেঁষে চিকন রাস্তা উত্তর-দক্ষিণ চলে গেছে। ডিসি সাহেবের বাসভবন। সার্কিট হাউস। আরও সামনেসে যা হোক, ফুটবল মাঠের পশ্চিমে রাস্তা, তার পুবে জল নিষ্কাশনের
গল্প|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৬৮ বার দেখা
| ৬৭০ শব্দ