প্রতিটি মুহূর্ত জল্লাদ হয়ে আসে
প্রতিবারই ফাঁসির মঞ্চে আধ-মরা করে
ফিরিয়ে দে চার দেওয়ালে।
কখনো কখনো মুন্ড কাটিবার প্রয়াস লয়
কখনো কখনো বক্ষের দিকে তাড়িত বুলেট হয়,
আবার কখনো রক্তাক্ত মাটির উপর পড়ে থাকা
গোঙ্গানো লাশ হয়।
সময় বড্ড স্বার্থপর!
বয়স কেড়ে নিয়ে স্মৃতিগুলো পাহাড়ে রুপান্তরিত করে,
শ্রাবণের আকাশে