দেখতে পেলুম বক্সে গিয়ে
চিন্তা সবার হ্যাকার নিয়ে।
ওয়াল নাকি চুরি যাবে
আমার নামে পর্ণো হবে।
বিটকেল ওই বদমাশেরা
উড়িয়ে দেবে আমার সেরা।
বক্সে ঢুকে গালি দেবে
সউমিত্তির কুনাম হবে।
ভাই ও বহিন বন্ধুলোগ
ভাববে আমি খারাপ লোগ।
কিন্তু আমিই জানব না
কার কাজ তাই বুঝবো না।
এমন হলে হো সাবধান
খবর কর
হে নারী মমতাময়ী মা
জগৎ জননী
তোমার কোলে শান্তি খুজি
তোমার কোলে রাখি মাথা
নারী তুমি সহধর্মিণী
নারী তুমি অর্ধাঙ্গিনী
নারী তুমি বোন
নারী তুমি ভগিনী
নারী তুমি ছলনাময়ী
নারী তুমি কালনাগিনী
নারী তুমি রূপবতী
নারী তুমি মহিয়সী
এক জীবনে কতরুপ
ভিন্নরূপে থাকো বলে
আমি নির্বোধ তুমি স্বার্থক
আজও তুমি অচিন।
জীবন এখন যুদ্ধকৃত মৃত্যুর মাঠ
কোন অস্ত্র নেই দীর্ঘশ্বাসের ঘাট;
দীর্ঘশ্বাসের উপর নাম প্রভু দোয়াময়!
দোয়া করো- দোয়া করো- এ সময়।
আর কিছু ক্ষণ বাচ্চি তোমার নামে
এ মৃত্যুর যুদ্ধ চাই না আর যেখানে
অনাকাঙ্খিত ভুতদের বসবাস-
যাহা ছুঁইতে পারে কিছু আতঙ্কিত দোষে,
দেখতে চাই না আর মৃত্যু
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৭৪৫ বার দেখা
| ৬৮ শব্দ ১টি ছবি