ছাতা নিয়ে বের হতে;
এখন মুখে পরো মাস্ক, গ্লাবস্
পরে নিয়ো দুই হাতে। হাঁচি কাশি, দিয়ো না কখনো
মুখেতে রুমাল ছাড়া;
তুমিও বাঁচাতে পারবে মানুষ
তোমার পাশে যারা। পরস্পরে দূরত্ব রাখো বজায়
খুবই এখন জরুরী;
না হয় কটা দিন রহিলে দূরে
চলছে যে মহামারি। কর্ম শেষে বাড়ি

