জুন ২৪, ২০২০ বিভাগের সব লেখা

রাজকন্যা
রাজকন্যা তুমি অনন্যা
হয় না তোমার তুলনা
অগোচরে মন করেছো চুরি
হাসিতে কেড়েছো মন ।
থাকতে পারিনা একা
অপেক্ষায় কাদে এ মন
ভালবাসা দিবে কি ভাবে মন
হৃদয়ে রয়েছো সারাক্ষণ ।
ব্যস্ততার মাঝে পারিনি ভুলতে
আমায় ছেড়ে যেওনা ,
ফেসবুকের পাতায় পরিচয়
তাতে কি ভালবাসা হয়
তবুও এমন মানেনা বাধন পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৭৭ বার দেখা | ৭৬ শব্দ