আমি সুখ খুঁজেছিলাম তোমার অন্তরে শুভ্র মেঘের পালে
আমি বিশ্বাসের সুগন্ধি পেয়েছিলাম তোমার মনের আঙিনায়
আমি হাঁটতে চেয়েছিলাম তোমার বিষণ্নতার অন্তরালে।
কিন্তু আমি হেরে গিয়েছি।
আমি নিয়মের বাহিরে ভালবসেছি।
আমি বুঝিনি!
গ্রীষ্মের প্রখর তাপে ঝলসে যাওয়া তোমার প্রেম বৃক্ষে আমি বর্ষার মৃদু

