রাত্তির নিবিড়ে কান পেতে দেখলাম বিষাদের চাপা নিঃশ্বাস
বৃক্ষের শিকড়ে, শাখা প্রশাখায় হাত বুলিয়ে দেখলাম-
অনুক্ত বেদনায় কতো রুক্ষ্ণ তার বিদীর্ণ চাতাল!
আমি খুঁজলাম কৃষ্ণাকাশের নির্বাণ ধ্রুব তারা
ভোরের আবছা আলো মাথায় তুলে ছুটলাম নীল সাগরের তীরে
যেখান টায় হয় সূর্যোদয়;
শিশিরে ভেজা

