গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আমার ছোট গাঁয়ের সীমানায়,
পাড়ার ছেলে রোজই খেলে শীতল তরুর ছায়।
আমার গাঁয়ে রাঙা মাটির পথে,
গোরুর গাড়ি চলে সারি সারি সেই সকাল হতে।
আমার
আমাকে চেনার মতো করে দেখেছো কখনো?
তবে পাবার মতো করে চাও কেন?
আগলে রাখার মতো করে ধরেছো কখনো?
তবে পাশে থাকার মতো করে দাঁড়াবে কী করে?
আগে আমার শূন্যতা বোঝ, তারপর পূর্ণতা দিও,
আগে দেখে নাও, কতটা উত্তাপে পুড়ি প্রতিক্ষণ,
যদি সইতে পারো, তবেই কেবল দেবো,
আমার
সমাজ গড়ার কারিগর হে প্রিয় শিক্ষক।
তোমাদের ঘরে নাই বাজার-সদাই!তা দেখে করবার নাই কোনো নিরীক্ষক।
যা মাইনে পাইতা অতীতে,
তাঁহাতে চলতো সংসার কোনো মতে।
তবে, আজিকা সেই মাইনে পাওয়ার রাস্তায় নেমে এসেছে কুয়াশা।
তাই তো মনে তৈরি হয়েছে ধোঁয়াশা!
ত্রানের লেশমাত্র অবলোকন করো নাই চক্ষে,
তোমার মনে ভয়, এই বুঝি মান