বেহায়া, নির্লজ্জ ভালোবাসা।
হাজারো মানুষের ভীরে চাই,
কেউ আমার কান কামড়ে দিক।
লাল করে দিক ঠোঁটের লিপস্টিকে,
আমার চিবুক, গাল, কপাল।। কেউ আমার হাত ধরে জ্যাম ঠেলে,
পার হোক শহরের ব্যস্ত সড়ক।
আমার চোখে চোখ রেখে ডুবাক আমায়,
সুর তুলুক নতুন গানের, কবিতার।
কলার চেপে ধরে

