স্তব্ধ অন্ধকারে ছায়া ফেলে চাঁদ কুয়াশার পরে,
উড়ে যায় বরফের মেঘ পাখির মতো সীমান্ত শেষে।
কত ঘুমহীন চোখ জেগে থাকে মধ্যরাত্রির বেলকনি ধরে,
কত দূর পথ বেয়ে উড়ে আসে হীম বাতাস।
তারপর কিছু পাতা ঝরা শিশিরের মৌন পতন,
চুপচাপ পায়ে চলে নদীর বুকে শামুকের দল।।
আঙিনায়