বেলা শেষে চাঁদ দেখে,
আলো ঝরে প্রতি মুখে।
খোকা হাসে খুকি হাসে,
চমকিত উল্লাসে।
বাজি ফোটে কাছে দূরে
আনন্দ ঘুরে ফিরে।
অকারণ কথকতা,
চলে প্রীতি বারতা।
জনে জনে বলে সবে,
কাল ঈদ, ঈদ হবে।
ঘরে ঘরে লাগে দোল,
প্রকাশিত কল্লোল।
সালামের সালামি,
যার নাম প্রনামি।
আদায়ে পেরেশান,
নয় তবু হয়রান।
এলো স্বর্গীয় সুখ
পলকে হারায় দুখ।
আসমানি খুশি