বিরহের আগুনে পুড়ুক সবটা হৃদয়।
পচে যাক ভিতর জমিন,
সেখানে ফুটুক একটি গোলাপ,
ভালোবাসার একটি গোলাপ।। ভালোবেসে ভেঙ্গে চুড়ে যাও,
গভীরে জমাও তুমি নগ্ন বিষাদ।
ভিতরে জমুক এক পৃথিবী অন্ধকার,
সেখানে জ্বলুক শুধু একটি জোনাক,
ভালোবাসার একটি জোনাক।। ভালোবেসে শেষ হয়ে যাও,
নরকে পুড়ুক তোমার

