এই যে শুনেন —
আপনাকে কিছু বলার ছিলো !
এই যে আপনার অমন নেশাতুর চোখ
রাজ্যের আফিম মাখা – তাকালেই মাতাল হয়ে যাই !
দ্বিধাদন্ড ভুলে প্রেমে পড়ে যাই ।
এই যে পাহাড় চূড়া জোড়া ঠোঁট
সীমান্ত ছুঁয়ে রঙিন গোধূলি বেলা – সন্ধ্যা নামে রোজ
শহুরে মধ্যরাত
শীতল হওয়া শরীর ছোয়াছুঁয়ি খেলছে
ব্যালকনির মেঝেতে দুকাপ চা, দুজন মানুষ।
ঝিঁঝিঁপোকারা যেন গাইছে রোম্যান্টিক গান
একজীবনে একটা এরকম মহূর্তই যথেষ্ট
শান্তির শেষ সীমানা যেন। সুখেরও।
তবুও, বুকটা ফাঁকা। মহাকাশের মতো শূন্য!
আমার চঞ্চল দৃষ্টি বোকার মতো কিছু খুঁজছে
এই মধ্যরাতে, এই গলিতে, তুমি?! অসম্ভব
পাগল মন মানছে না, আহাম্মক চোখ
অস্থিরভাবে