মানুবিক মূল্যবোধ লুট হতে দেখেছি।
মানুষের বিবেক লুট হতে দেখেছি।
সব কিছু লুট হয়ে যেতে দেখেছি।
লুট হতে হতে ডান হাত, বাম হাত,
শরীর, কিছুই লুট হওয়ার বাকী নেই!!
তবে কি ? সব কিছু লুট হওয়ার পরও
মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,
অবলীলায় সমাজের অধিপতির
আসন আলংকৃত করে।
জানোয়ার

