করোনার আতঙ্কে করিডোরে বন্দি জনজীবন
জনশূন্য হয়ে গিয়েছে নগর,
ফুসফুসে বসুন্ধরা অবরুদ্ধ চারিদিকে মৃত্যুর মিছিল
হৃদপিণ্ড ছেঁকে ছেঁকে নিচ্ছে অক্সিজেন,
কর্তব্যের কড়া নজরে চব্বিশ ঘন্টা মানুষের সামাজিক দূরত্ব বাস্তবায়নে
এই উন্নতশীল দেশে আত্মরক্ষাহীন ভাবে
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে ডাক্তার নার্স,
বর্তমানকে উৎসর্গ করে মৃত্যুর