বাড়িতে বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসেছিলাম বললে ভুল বলা হবে, বাবা মাকে দেখতে এসেছিলাম। অনেক দিন নানা ব্যস্ততায় নিজের বাড়ির দিকে আর আসা হয়নি। কিন্তু এবার মনটা এত বেশি প্রিয় মুখগুলোর জন্য ছুটলো যে আর কোন ব্যস্ততার বাধা, বাধাই রইলো না।
কেউ কোনদিন চায়নি ভালো
এই অভাগা জাতির
সবাই সাধু-দুর্নীতি বাজ করে টাকার সাথে খাতির,
মহামারী দুর্যোগে মরছে কত মানুষ
ত্রাণের ভাণ্ডার করছে খালি
লুটছে অমানুষ!
বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ
নেতারা সব খোশ মেজাজে
বুলি আওরায় বেশ;
এটা আছে, ওটা আছে, মোটেও
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩০৮ বার দেখা
| ৮০ শব্দ ১টি ছবি
পরবো মুখে মাস্ক
এটাই প্রথম টাস্ক,
হাত ধুবো ঘন ঘন
জীবাণু পালায় যেন,
গ্লাভস পরবো হাতে
সংক্রমণ না হয় যাতে,
রাখবো বজায় দুরত্ব
দিতে হবে এর গুরুত্ব,
ঘরের বাহির হবোনা
করবো জয় করোনা।