হৃদয়ে রাঙ্গা সুবাস,
খোলা প্রান্তর ছাড়িয়ে যেন
মনন বলছে আজ,
কি যে মধুর লাগে!
আহা মধুর লাগে। আমি ডুব দিবো প্রান্তরে
দরিয়া যেখানে শেষ,
আমি ফুল হাতে ফিরবো
রাঙ্গাবো তোমার কেশ। তুমি নীল আকাশে নীলিমা
গোলাপী তোমার মুখ,
আমি যত্নে বাড়াবো হাত
মুছব সকল দুঃখ। তোমার দুঃখময় জীবনে আমি
ফোটাব

