প্রজ্বলিত ক্রোধ, বজ্রপাতের দ্যুতিময় মিছিল
পথ দীর্ঘ হলেও যেতে হবে।
নোনা ঘাম, রক্তে আগুন তবুও
চাই স্বজন হত্যার প্রকাশ্য বিচার।
করোনার এই তালা বন্ধ জীবনে, চেয়ে ছিলাম এক মুঠো চাউল।
হাতে একটা পোটলা দিয়ে, মুখের দাঁত অর্ধেক বাহির করে কাঁধে হাত রেখে দিলে তুমি সেলফি