তুমি মরলে গরু জবাই করে মাংস বেলাবো
হবে অনেক পুন্যি
তুমি আমার শাকচুন্নি
তুমি প্রতিদিন বেঁচে থাক
আমি প্রতিদিন মরি
রাত হলে বেশ ভালোই লাগে
সকাল হলে – তোমার কালো ত্বকের চেহারা
মনে হয় ভুত পেত্নী
তুমি আমার শাকচুন্নি তোমার হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়ে মরি
তোমার ধোয়া জামা পরে রাস্তা দিয়ে

