অশ্রু আর বিষাদে ভরা আজ সারা পৃথিবী;
পৃথিবীর বারান্দা জুড়ে শুধু ভয় আর ভীতি
জাতি ধর্ম বর্ণ মিলে মিশে গড়েছে সম্প্রীতি।
সারা পৃথিবীটাই আজ হয়ে আছে গৃহবন্দী;
ভুলে গেছে সবাই আজ কে কার প্রতিদ্বন্দ্বী
প্রত্যেকে নিজের ঘরের কন্ডেম সেলে বন্দী।
সাহস আর ক্ষমতার নেই কোনই বাহাদুরী;
মৃত্যুর ভয়ে ভীত আজ