আয়নোস্ফিয়ারের তরঙ্গ ভেদ করে জন্ম নিচ্ছে
কিছু প্রলয়ঝড়ের মেঘ, ঢেকে দিচ্ছে সব তরঙ্গ
মনের ভেতরের ও বাইরের
কাছের মানুষটাকে ঠেলে দিচ্ছে বহুদূর,
ঘটে যাচ্ছে কোন তারার বিস্ফোরণ,
ব্ল্যাকহোল হয়ে গ্রাস করে নিচ্ছে সম্পর্কগুলো। ব্ল্যাকহোলের খুব কাছাকাছি গিয়েও
অবিকৃত ভাবে ফিরে এসেছি শুধুই তোমার কাছে

