এপ্রিল ১৫, ২০২০ বিভাগের সব লেখা

প্রশান্তির বৃষ্টি নামুক
প্রশান্তির বৃষ্টি নামুক
এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
পৃথিবী জুড়ে শুধুই আহাজারি,
বাঁচার আকুলতা।
এমন সময় আসেনি আগে
জীবনের নাই দাম।
মহা দুর্যোগের এই দুর্দিনে
কত চেনা মুখ হারালাম।
আলোর দিন আসবেই একদিন
কাটবে অমানিশা।
কত চেনা মুখ হারিয়ে তবে
পাবো সে পথের দিশা?
অনেক হয়েছে এবার তবে
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৯১ বার দেখা | ৪৩ শব্দ ১টি ছবি
বৈশাখ তুমি দুঃসময়ে এলে
বৈশাখ তুমি দুঃসময়ে এলে
আবারো এসেছে ফিরে ‘নববর্ষ’ ঘুরে ফিরে
হাজারো স্বপ্ন সকল হৃদয় বুকে
যত দুঃখ কষ্ট ব্যর্থতা গ্লানি
চলো ধুয়ে মুছে তাকে
নতুন কেতন উড়িয়ে, নিই সবে বরণ করে। এ বৈশাখে সড়কে প্রান্তরে নেই সে উৎসব
তবু এসেছো মুমূর্ষকে জাগাবে বলে
এবার পণ্য মেলা, প্রভাতী গান
হয়নি ঐ রমনার বটমূলে
আতঙ্কে পড়ুন
কবিতা, সমকালীন | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৩৩ বার দেখা | ১৪২ শব্দ ১টি ছবি