আমার কাছে তুমি থেকে যাও কিছুক্ষণ
আরো কিছুক্ষণ ভেজা জোছনায় রুপসী নির্ঘুম রাতে
আমাদের কথার ফুলঝুড়ি ছুটে চলুক বেসামাল
এইখানে রেখে যেও রুপালী অক্ষরে লেখা চিঠি
লিখে রেখো আছি চিরচেনা এই পথেই
তুমি আমি কাছাকাছি ছুঁয়ে দেখো এই হাতখানি
স্মৃতিময় হয়ে থাক জীবনের কিছু ভুল
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১১০৪ বার দেখা
| ১৩৯ শব্দ ১টি ছবি