কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ের আয়না
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের জোছনা,
যে পবিত্র প্রণয়ে জীবন গেছে জড়িয়ে সেই মর্মে
না ধরে রাখতে পারি, না মিলে কোনো মুক্তির পথ,
শুধুই চিরদহন নিয়ে বুকে দিবা নিশি,
বাঁচি পুনরায় আবার মরি,
তীর যেন নিজেই করে যায় ভাঙনের আমন্ত্রণ,
জীবন