জবর দখল, ক্লান্ত;
অসুখে নির্বোধ অক্ষিতল। মন যখন অচল মুদ্রা
বিপন্ন নিদ্রায় বিষণ্ণ রাত,
যন্ত্রণা যাপন। আমি ভুলেছি আমাকে
অচেনা দহনে পুড়েছি
কয়লার মতন হয়েছি খাক! বলতে পারো দায়ী কে? চেয়েছি কবিতা জীবন পাক
ফুলেরা সুখে থাক।
চেয়েছি মোহনা
নদীরা মিটাক সঙ্গম বাসনা। চেয়েছি গান
প্রেয়সীর অভিমান;
ইলিশে গুটি বৃষ্টি
চেয়েছি, মধু মন্তর খুনসুটি! আমি

