আমি একদিন তেরোশত নদীর তীরে
দিগন্ত ছুঁয়ে অপরূপা উষ্ণীয় রোদ্দুরে
তোমার মুখ খুঁজিতে খুঁজিতে শাদা
সজনেফুলের কুয়াশা-শাদা বকের পালে
বট বিস্তর ডালে ক্লান্ত মুসাফির হাওয়া
বসন্তমেঘ ভেসে যাওয়া নভোনীল সমুদ্র
সাঁতরাইয়া ভিড়বো-অদূর আলপথ-ঘরে; ঝুরঝুরে মৃত্তিকায়-উঠোনের বনবাসে
গৃহবধূর হলুদ ফুলের গালে-শস্যদানায়
চুমু খেতে দাঁড়াইয়া যাব-মজুরির

