উৎসবে বা কারফিউতে
ফাঁকা রাস্তায় বা মানুষের ভিড়ে
আমি শুধু তোমাকে চাই।
শান্তি বা অশান্তিতে
খুশির দিনে বা মন খারাপের রাতে
আমি শুধু তোমাকে চাই।
ধর্ণা বা প্রতিবাদে
ইনকিলাবের জোর আওয়াজে
আমি শুধু তোমাকে চাই।
স্বপ্নে বা বাস্তবে
প্রিয়তম সঙ্গী হিসেবে
আমি শুধু তোমাকে চাই।
ব্যস্ততা বা অবসরে
চা নাশতায় আমার