তুমি হাত বাড়িয়ে তুলে নিও,
আমার প্রেমের ছোঁয়াটুকু,
কোমল মমতায়।
আর স্বপ্নগুলো মিলিয়ে নিও জলের মুকুরে। টলটলে ছায়ার মাঝে ফুটবে ঠিকই হাসি,
তোমার অপরূপ মুখখানিতে।
আমি জলের স্রোতে দেখে নেব তোমার সন্তুষ্টি।
তুমি উষ্ণ স্পর্শের সুগন্ধ মিশিয়ে দিও তাতে,
আমি মন ভরে তুলে নেব

