।বংশীর তীরে খড়কুটোর নীড়ে।
ফেলে আসা সোনালি দিনেরা
বাজায় প্রাণে একতারা;
গাঙের কিনারে মেঠো পথ,
ধীরে চলে স্মৃতির রথ।
উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
এ মন আমার ভেসে যায়,
এ মন আমার ভেসে যায়রে
বংশীর তীরে খড়কুটোর নীড়ে।
ফেলে আসা প্রিয় মানুষেরা
বুকের ভিতরে দেয় নাড়া;
চার দেয়ালে আপন সংসার,
রক্তস্রোতে আবেগ বারংবার।
উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
এ মন