এক আকাশ জ্যোৎস্নাধারা, এক পৃথিবী ঢেকেছে
দহন দুঃখ কথা:
আমার মন ছুঁয়েছে
বিরহ ব্যথা,
রৌদুরে আমি কোনদিন রাখিনি এ হাত
অবিশ্বাস্য আষাঢ়ের বৃষ্টিতে ভিজছি সারারাত
এ মন ভিজে সারা;
ভিজছে ঝিরঝির বৃষ্টিতে কাশবন
ভিজছে দারুচিনি দ্বীপ
ভিজেছে একমুঠো স্বপ্ন প্রহর! ইচ্ছে নদীর স্রোতে ভেসে গেছে দুঃখ পাখির

