পৃথিবী জুড়ে চলছে অশান্তি হানাহানি-কাটাকাটি, ব্যাভিচার ও ক্ষমতা বিস্তারের প্রকট দুর্নীতি এবং সৃষ্টা ও সৃষ্টির প্রতি অবিশ্বাসের ঘোর অন্ধকার।
উন্নত প্রযুক্তি আর শিক্ষাহার যত বাড়ছে ততই বাড়ছে সৃষ্টা অবিশ্বাসীদের সংখ্যা,
বাড়ছে মুসলিম বিরোধীদের সংখ্যা।
ঠিক তেমনি সংখ্যালঘু মুসলিমদের নিয়ে মাথা উচু করে দাড়ানো মুসলিম বিরোধী একটি রাস্ট্র
পরকে ঠকিয়েছি মাত্র চারআনা
নিজে ঠকে গেলাম পুরো আটআনা
হিসাব মিলিয়ে দেখি যে আয় না
পাপের সাজা ভোগ হয় ষোলআনা!
থাকে না আর কিছুই যে বাকি
কাউকে দেওয়া যায় না ফাঁকি
যমের ভয়ে যেখানেই লুকিয়ে থাকি
যমরাজ বীরদর্পে সেখানে মারে উঁকি!