সাদা শুধা গন্ধে-
সঙ্গমের আস্ফালন।
নিশ্চিত মৃত্যু জেনেও
কামনার মধুতে ঝাঁপিয়ে পড়ার আকুতি;
এই আকুতি পৃথিবীর।
সাদাতে জন্ম; সাদাতেই মৃত্যু
তবে মাঝখানের জীবন সাদা নয় কেন!!
আমাদের যাত্রা নিষিদ্ধ গন্ধমে;
শুভ্র সুন্দর বেলীফুলের দিকে নয়।
সঙ্গমের রঙ সাদা-
তবে বেলীফুলের মত শুভ্র সুগন্ধী নয়।
তারপরও; আমরা খাদ্য বা জীবনের জন্য নয়,
মনে