একটু নিজের মতো করে ভালোবাসবো বলে,
তোমায় ডেকেছিলাম এই বসন্তদিনে।
মধুরতম কোকিলের কুহু কুহু ডাক,
ঝরাপাতাদের গান,
রোদ বাতাসের খেলা।
এই বিমোহিত ক্ষণে, তুমি এলে।
তবে শঙ্কিত পায়ে।
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
তোমার মুখ আমার চোখ চাইতেই,
আমি শোকাহত
যখন তোমার দিকে তাকিয়ে থাকি
তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার সাথে গল্প করি
তখন নিজে কিছু বলাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার আবৃত্তি শুনি
তখন অনুপমের গানকেও সময় নষ্ট মনে হয়।
যখন তুমি মুচকি হাসো
তখন রঙধনু দেখাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার হাত ধরে হাঁটি
তখন
আমার জন্য কোন ফুলের দরকার নেই
তারচেয়ে বরং একটা বুলেট রেখে দাও,
আমার কণ্ঠে প্রতিবাদ উচ্চারিত হবেই
আমি বলতে পারবোনা তোমরা যা চাও।
আমার কোন সংবর্ধনারও দরকার নেই
তারচেয়ে বরং একটা বুলেট রেখে দাও,
এ মাথা যে নোয়াবার না কোন কিছুতেই
যদি বুলেট রাখো কাজে লাগবে তবুও।
আমিতো আমার জন্য কভু বাঁচতে