যারা চলে গেছে আর ফিরবে না কভু
এ রীতি এ দুনিয়ায় দিয়েছেন প্রভু।
যতোই সে ডাকাডাকি শুনে না সে কানে
ভালোবাসা প্রীতি তারে আর নাহি টানে।
তুমি কাটাও সময় আজি মহা সুখে
ভাবো আর তুমে ছোবে না কখনো দুখে।
নিয়তির এ খেলা গো ফুরায় নিমিষে
দুখেরা আসে হেসেই যায় শেষে পিষে।
এ