প্রকৃতি নিজেকে সাজিয়ে নেয় নিজের মতো।
সময় ক্রমশ ধাবমান,
জোয়ার মানে না বাঁধা বাতাস তার যোগ্য সঙ্গী হয়।
পদার্থ বিজ্ঞানের সূত্র ভাবায়, ভাবতে বাধ্য করে
প্রতিটি বস্তু নিয়ত পরিবর্তনশীল।
নতুনকে বরণ করার দুঃসাহসী মানুষের অভাবে প্রগতির পথ আজ রুদ্ধ।
মানুষ চিনতে ভুল করে মানুষ
প্রেমিকা, চলে যায়
ঘরণী

