[১]
ফয়সাল এর আগে কখনো একা একা শহরে আসেনি। যদিও শহরটা তার গ্রামের কাছাকাছি তবুও বিভিন্ন কারণে আসা হয়নি তার। ফয়সালের বয়স আঠারো বছর তিন মাস বারো দিন, সবচেয়ে অবাক ব্যাপার এতটা বয়সে
শেষ পর্যন্ত মানুষ চিনতে পেরেছি,
সত্যি বলছি। প্রহেলিকা ভোরে
ছোরা হাতে যে হৃদপিণ্ড ফালাফালা
করছে তাকে গতকালই চিনতে পেরেছি।
জানতাম আমার দিকে ধেয়ে আসছে
ছোরা, জানতাম গুপ্ত ঘাতক নয়
প্রকাশ্য বন্ধু শান দিচ্ছে, ঘৃণার গরল
উগড়ে দিতে অপেক্ষার প্রহর গুনছে।
তার অপেক্ষা ফুরিয়েছে, গর্তে পা আটকালে
টেনে তুলেছিলাম। ছোরার অস্তিত্ব তখনই
রক্তচক্ষুর মতো জ্বলন্ত আগ্নেয়গিরির
মুখ দেখে ছিল কুয়াশা,
চায়ের ফুটন্ত জল তো নয়।
রংধনুর সাত রং থেকে
শুধু নীল বুকে ধারণ করেছিল বৃষ্টি,
জারুলের পাপড়ি তো নয়।
মেঘের ওপারে যেতে চেয়েছিল রাত্রি,
কাঁচা হলুদবাটা রংয়ের
আমের দেশে তো নয়।
সব শেষে সব আশা
ডুবে যায় নিরাশায়,
ভুল হাতে হাত ধরে
জীবনটা ফুরায় !!!
একজন মানুষের তখনই মৃত্যু হয়
যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম
স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।
সেই মানুষের কখনোই মৃত্যু হয় না
যার সৃষ্টিকর্ম বিরল
সেই মানুষের কখনো মৃত্যু নেই
সে চির অমর
সেই চির অমর।
একটি জাতির তখনই মৃত্যু হয়
যখন সেই