ওহে বাঙালি
তোমরা বুঝি বোঝো না
পাওয়ার মূলমন্ত্র
কিছু পেতে হলে কিছু দিতে।
শুধু বিজয় আসবে বলে
সারা বাংলা পাকরা করেছে তোলপাড়
তার জন্য বাঙালিকে সহ্য করতে হয়েছে
শাসন নামক পৈশাচিক নির্যাতন
দিতে হয়েছে এক সাগর রক্ত
কোল খালি হয়েছে মায়ের শত শত
হরণ করছে ওরা
রোজ এক বা তারও বেশি
ফোন দেই, খোঁজ নেয়।
কদিন ফোন দেওয়া হয়নি, আজ উল্টো ফোন পেলাম,
প্রথম শব্দ পাঁচশ টাকা পাঠায়?
নির্বাক মনের অন্ত শিরায় যেন মৃদু ভূকম্পন।
বললাম লাগবে না, আজ রাতেই বেতন দেবে ওরা।
মা কি করে বুঝো দেড় শত মাইল দূর থেকে?
এ কদিনের জমানো সমস্ত কথায়
এই করোনা ভীষণ ভালো
হিসেব করে চলে,
ট্রেন ও বাসে চড়েই না সে
যায় না শপিংমলে।
হাট-বাজারে যায় না রে সে
হাজার লোকের ভীড়ে,
মিছিল মিটিং বিয়ের ইটিং
দেখলে সে যায় ফিরে।
এই করোনা ভীষণ ভাল
সকল কিছু ভুলে,
পড়ার নেশায় সে যায় শুধু
কলেজে-ইস্কুলে।